শেখ হাসিনার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না: ফারুকী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “মিথ্যাবাদী” এবং “বড় অভিনেতা” বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (২৮ জুলাই) রাতে একটি ভিডিও শেয়ার করে তিনি ওই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “তুমি (শেখ হাসিনা) তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না! যদি কোন সন্দেহ থাকে, তাহলে জুলাই মাসের মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের ভিডিওগুলো দেখে নাও। অবিশ্বাস্য!”

পোস্টের সঙ্গে সংযুক্ত ভিডিওতে দেখা যায়, গত জুলাইয়ে মেট্রোরেলের একটি পরীক্ষামূলক যাত্রা ও হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ–কালে শেখ হাসিনা এক বক্তব্যে বলেন, “আগুন দাউ দাউ জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আমার সবচেয়ে আধুনিক ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টারে করে পানি দিলাম।” ওই দৃশ্যের পর এক পর্যায়ে হেলিকপ্টার থেকে জনতার দিকে গুলি ছোড়া হচ্ছে—এমন ফুটেজও ক্লিপটিতে যুক্ত করা হয়েছে।

ফারুকীর মন্তব্য ও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনা শুরু হয়েছে। অনেকেই পোস্টটির সমর্থনে মন্তব্য করছেন, আবার কারও কারও অভিযোগ, ভিডিওটি “সম্পাদিত” বা “প্রচারমূলক”।

শেখ হাসিনার বা তাঁর দলের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

কওমী মাদরাসাঃ দেশ ও জাতির আশার আলো

আনসারুল হক

হেফাজতের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী গ্রেপ্তার

আনসারুল হক

অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকার ঘোষণা আব্বাসীর

আনসারুল হক