জুলাই সনদে ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনার নাম না থাকার কারণ কী?

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনী বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে। সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকার কারণ কী জাতি জানতে চায়। একই সাথে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই। তাছাড়া ইসলামী আন্দোলনের আমীর, নায়েবে আমীর ও ইসলামী আন্দোলনের অবদান, মাদরাসার শিক্ষার্থীদের অবদান উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের নামে জাতির সাথে তামাশা করা হয়েছে। জুলাই সনদকে নতুনভাবে বিপ্লবের আকাঙ্খাকে ধারণ করে রচিত হতে হবে। রচিত সনদ চরম অসাড়, এর কোন আ্নী ভিত্তি নেই।

আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজমুদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম,ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের, ইঞ্জনিয়ার গোলাম মোস্তফা, মুফতী আব্দুল আহাদ, গোলামুর রহমান আযম, হাফেজ সালাহউদ্দিন।

এ জাতীয় আরো সংবাদ

৭ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের শিশু মাহফুজা আক্তার!

নূর নিউজ

৩০০ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রস্তুতি বাংলাদেশ খেলাফত মজলিসের

আনসারুল হক

‘নেক ও এক হওয়ার স্লোগানে’ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

নূর নিউজ