জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত “৩৬ জুলাই উদ্‌যাপন” অনুষ্ঠানে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন।

বক্তৃতার সূচনায় তিনি অনুষ্ঠানমন্ডলীয় বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুপুর সোয়া ১২টায় শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অংশে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান শ্রোতাদের মনোজ্ঞতা বেড়ায়; পরে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনাও উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

এ জাতীয় আরো সংবাদ

খালি পেটে পাকা পেঁপে খেলে উপকার বেশি

আনসারুল হক

‘অবিলম্বে স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে’

আনসারুল হক

দূরপাল্লার গণপরিবহন বন্ধ, বিকল্প বাহনে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা

আনসারুল হক