ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

আজ ৭ আগস্ট’২৫ বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলন আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, ডাকসু নির্বাচন ও সংগঠনের প্যানেল ঘোষণা নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের সম্মিলিত দাবির মুখে দীর্ঘ ৬ বছর পর আবারো ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এজন্য ঢাবি প্রশাসনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং আমাদের সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি। প্রার্থী হিসেবে VP: ইয়াছিন আরাফাত, GS: খায়রুল আহসান মারজান, AGS: সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ডাকসু নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর তার বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০২৪ সালের সকল শহীদ, আহত ও বীর যোদ্ধাসহ এ জনপদের ইতিহাসে উপনিবেশ বিরোধী আন্দোলন, ১৯৪৭, ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ সালের সংগ্রামী ইতিহাসে জড়িত সকল শহীদ ও বীরদের।

তিনি বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ছাত্র রাজনীতিকে অপরাধমুক্ত ও কল্যাণমূলকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনই পারে ক্যাম্পাসে সহাবস্থান ও মুক্তমত চর্চার পথ খুলে দিতে। ছাত্র সংসদ সচল থাকলে পেশিশক্তি ও অপরাধপ্রবণতা হ্রাস পাবে এবং একটি সহনশীল ও রাজনৈতিকভাবে সচেতন ক্যাম্পাস গড়ে উঠবে।

ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা আমাদেরকে বিস্মিত করেছে। একাত্তর এ জাতির চেতনার কেন্দ্রবিন্দু। যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন যেকোন দলের জন্যই আত্মঘাতী হবে। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মব তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায় তাহলে জুলাই জনতা তা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। এই ঘটনায় প্রশাসনের নীরব ভুমিকা ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভুমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজড করা; নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা, অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রম গুলোকে আরও উন্নত ও সহজীকরন, বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, মেডিকেল ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সেলিং সেবা চালু, ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত, প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে যথাযথ স্বচ্ছতার সহিত কাজে লাগানো, এবং সকল ছাত্রসংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম, কেন্দ্রীয় যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য ডাকসু পূর্ণাঙ্গ প্যানেল:
VP- ইয়াছিন আরাফাত
‎GS খায়রুল আহসান মারজান
‎AGS- সাইফ মোহাম্মদ আলাউদ্দিন
৪. আবু বকর (শিক্ষা ও গবেষণা) ,
৫. মোহাম্মদ আলী ( ইসলামিক স্টাডিজ)
৬. ‎আ. রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ বিভাগ)
৭. ‎শাহজাহান (ইসলামের ইতিহাস)
৮. ‎জুরাইয়া আক্তার (মলিকিউলার সাইন্স)
৯. ইলিয়াস তালুকদার (আইবি)
১০. ‎মুঈনুল ইসলাম (ইসলামের ইতিহাস)
১১. ‎ইয়াসিন আরাফাত (সমাজবিজ্ঞান)
১২. ‎ইমরান হোসাইন (ব্যাংকিং)
১৩. ‎ইসমাইল হোসাইন(ইসলামের ইতিহাস)
১৪. সাব্বির আহমেদ (ইতিহাস)
১৫. মানসুরুল হক শান্ত (ফিন্যান্স)
১৬. ‎মোসা. হাবিবা (ভাষাবিজ্ঞান)
১৭. ‎শাহরিয়ার জাবির (আইন)
‎১৮. ওমর ফারুক (ইসলামিক স্টাডিজ)
১৯. আফজাল হোসাইন সিয়াম (আরবী)
২০. নূরুল জান্নাত মান্না(আরবী)
২১. ইকরামুল কবির (ইসলামিক স্টাডিজ)
২২. মোহাম্মদ রিয়াদ (ওএসএল)
২৩. আরিয়ান মাহমুদ রাসেল(ইসলামিক স্টাডিজ)
২৪. রেজাউল করিম (আরবী),
২৫. এরফান মোহাম্মদ (জার্নালিজম),
২৬. জাকিয়া মুন (প্রিন্টিং এন্ড পাবলিকেশন)
২৭. আব্দুর রহিম (ইসমামিক স্টাডিজ)
২৮. আব্দুর রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ)

এ জাতীয় আরো সংবাদ

১৬ রমজান থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

নূর নিউজ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৮

আনসারুল হক

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

নূর নিউজ