জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল চেয়ে দেশব্যাপী জমিয়তের স্মারকলিপি কর্মসূচী পালিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজ ৭ আগষ্ট বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসসংক্রান্ত চুক্তি বাতিল চেয়ে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী ঢাকা,নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,নরসিংদী,মানিকগঞ্জ,গাজীপুর,সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার,ব্রাহ্মণবাড়িয়া,কুমিল্লা,ফেনী,নোয়াখালী,চাঁদপুর,ময়মনসিংহ,টাঙ্গাইল,দিনাজপুর,নীলফামারী,ঠাকুরগাঁও,ফরিদপুর,বরিশাল,পটুয়াখালী,খুলনা,শরীয়তপুর,রাজবাড়ী,নওগা,চট্টগ্রাম জেলা উত্তর,নেত্রকোনা,কিশোরগঞ্জ,সাতক্ষীরায় এ কর্মসূচী পালিত হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার সূচনাকাল থেকেই জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। জমিয়ত মনে করে এ চুক্তির ফলে দেশের সাধীনতা-সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে,তাই দেশবিরোধী এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পল্টস্থ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্মারকলিপি কর্মসূচীতে অংশগ্রহণকারী সকল জেলার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও দায়িত্বশীলবর্গকে মোবারকবাদ জানিয়ে বলেন, ইসলাম ও রাষ্ট্রের স্বার্থে আমরা আমাদের সাধ্যমত আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এ সময় তিনি জুলাই ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা ট্রাজেডিকে উল্লেখ না করার নিন্দা জানিয়ে আরো বলেন,আমরা এতে হতাশ ও মর্মাহত হয়েছি। এ রকম গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত না হলে কোন ঘোষণাপত্র পূর্ণতা পায়না।

ব্রিফিংয়ের সময় জমিয়ত মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ও অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ছয় বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

নূর নিউজ

মাত্র ১১ কোটি টাকা জাকাত কালেকশন করেছে ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

এই বাংলাদেশের ওপর যেন আর কারো কালো থাবা না পড়ে: প্রধানমন্ত্রী

নূর নিউজ