সাংবাদিক তুহিন হত্যায় থানায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে গাজীপুর মহানগরের বাসন থানায় মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যার সেই বিভৎস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।

প্রথমদিকে ধারণা করা হচ্ছিল, রাজনৈতিক চাঁদাবাজদের সঙ্গে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। তবে শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি নয়—‘বাদশা’ নামের এক যুবকের ওপর হামলার ভিডিও ধারণ করাই হত্যার মূল কারণ। তদন্ত অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

পদ্মাসেতু জনমানুষের দুআর প্রতিফলন : আল্লামা মাসঊদ

নূর নিউজ

গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: ইউনুস আহমদ

আনসারুল হক

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ

নূর নিউজ