সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে প্রশাসন প্রত্যাহারের দাবি

গাজীপুরে নির্মমভাবে নিহত সাংবাদিক শহীদ আসাদুজ্জামান তুহিনের জানাজার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘তুহিন ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এমন নৃশংসতা দেখতে হবে, তা কল্পনাতীত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায়ে জাতির কাছে ক্ষমা চাই।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ড প্রমাণ করে, দেশ এখন চাঁদাবাজ-সন্ত্রাসীদের কবলে চলে গেছে। গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করছে। আর তার দায় গাজীপুরবাসীকে নিতে হচ্ছে। এটি আর চলতে দেওয়া যায় না।’

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি পুলিশ প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী ও তাদের পেছনের রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।’

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসের এই মাত্রা আমাদের রাজনৈতিক সংস্কৃতিরই ফল। অথচ জুলাইয়ের পর এ সংস্কৃতি পরিবর্তনের কথা ছিল। এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে, জুলাইয়ের রক্ত বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোর উচিত—নিজ নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালানো।’

এই বক্তব্যে একদিকে যেমন রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কথা উঠে এসেছে, তেমনি জুলাই অভ্যুত্থানের আদর্শ রক্ষার শপথও দৃঢ়ভাবে উচ্চারিত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন অবমাননা প্রসঙ্গে প্রধানমন্ত্রী; এমন শাস্তি হবে আর কেউ যেন সাহস না পায়

নূর নিউজ

শেখ হাসিনার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না: ফারুকী

আনসারুল হক

উন্নত দেশের কাতারে পৌঁছাতে সর্বাত্মক কাজ করতে হবে : রাষ্ট্রপতি

নূর নিউজ