মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে নীতিমালা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা

মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। কিছু জিনিস আছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে। আর দীর্ঘমেয়াদের বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাব। এই দেশে ৫৪ বছরের ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছেন। আমাদের স্বপ্ন একটা কল্যাণ রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, গণতন্ত্র, মানব সম্পদের উন্নয়ন, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং জনগণের মৌলিক অধিকারগুলো তারা চর্চা করতে পারবেন—এ রকম কল্যাণ রাষ্ট্র চাই। জুলাই বিপ্লব সে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে বহুদিন পরে।’

তিনি বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।’

তিনি আরো বলেন, ‘নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্য করার আর সুযোগ নেই।’

পরে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

এ জাতীয় আরো সংবাদ

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

আনসারুল হক

পদ্মা সেতু হওয়াতে মানুষের উল্লাস বিএনপি-জামায়াতের পছন্দ হচ্ছে না

নূর নিউজ

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

নূর নিউজ