বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তার ভাষায়, মসজিদের মূল কাঠামো অপরিবর্তিত রেখে ভেতরের অংশ নতুনভাবে সাজানো হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত “জাতীয় কনফারেন্সে” অংশ নিয়ে তিনি এ তথ্য দেন।

ড. খালিদ হোসেন জানান, মসজিদ কমিটির স্বেচ্ছাচার রোধে একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের অবমূল্যায়ন করার আর কোনো সুযোগ নেই।

এ জাতীয় আরো সংবাদ

চালু হচ্ছে আরও ৬ ট্রেন

আনসারুল হক

শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে : জমিয়ত

আনসারুল হক

আন্তর্জাতিক মহল এখনই পদক্ষেপ না নিলে উইঘুরে মুসলিম নির্যাতন বন্ধ হবে না

নূর নিউজ