ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, আগামী নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা বা বাধা দেয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক থাকবে। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তা তদন্তের পর প্রয়োজন হলে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কাদের সম্পৃক্ত করা যেতে পারে সে বিষয়ে কমিশন কাজ করছে এবং সময়ের সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।

এ জাতীয় আরো সংবাদ

স্ত্রীর কবরের পাশে ১৬ বছর ধরে কোরআন তিলাওয়াত করছেন স্বামী

নূর নিউজ

নিহত সাবেক সেনা কর্মকর্তার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

আনসারুল হক

ঐকমত্য কমিশনের সাথে ইসলামী আন্দোলনের সংলাপ আগামীকাল

আনসারুল হক