জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, এ মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে।

আজ রোববার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করা হয়েছে। এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনী বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা চেতনার কোনরূপ মূল্যায়ন করা হয়নি। মুসলমানের স্বার্থ বাদ দিয়ে বহুত্ববাদ বাস্তবায়ন করলে তা হবে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে আইনী রূপ দিতে হবে এবং তা বাস্তবায়ন বর্তমান সরকারের মাধ্যমেই শুরু করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আলহাজ্ব এটিএম গোলাম মাওলা বাবু

নূর নিউজ

নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে: অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক

আলাউদ্দিন