ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিক।
এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ উপস্থিত ছিলেন।
সাবেক দায়িত্বশীলদের মধ্যে ছিলেন সাবেক সভাপতি এইচএম ইসমাইল (২০২১), সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবিব (২০২২), সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর (২০২৪), সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ফিরোজ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন এবং সাবেক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তাহমিদুল হাসান সিফাতসহ বর্তমান জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান চরিত্র এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা—জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেবে, যা ছাত্রসমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে।