ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি কুয়ালালামপুর ত্যাগ করেন।

এর আগে সোমবার (১১ আগস্ট) তিনি মালয়েশিয়া পৌঁছান। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

পিআর পদ্ধতির ব্যাপারে গণভোট দিন, জনতা না চাইলে আমরাও দাবি করবো না: মুফতি ফয়জুল করীম

আনসারুল হক

ইসি গঠন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

নূর নিউজ

উৎপাদন বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ