হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে দেশে এসেছিল: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর হাসিনা কাউকে ছাড় দেয়নি। মা-বোনদের পর্যন্ত নির্যাতন করেছে। কারণ দেশের প্রতি তার কোনো ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ কিছুই তার ছিল না। হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে দেশে এসেছিল।’

শুক্রবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘১৫ আগস্ট শেখ মুজিবকে যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজ তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ের আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ মুজিব পরিবার নেই। ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে।’

এ জাতীয় আরো সংবাদ

করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষায় সারাদেশে হেফাজতের দোয়া

নূর নিউজ

ডিসেম্বরে নির্বাচন ধরে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ

আনসারুল হক

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা

নূর নিউজ