কুমিল্লা-৫ আসনে জমিয়তের প্রার্থী মাওলানা ওমর ফারুকের গণসংযোগ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণ পাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওমর ফারুক নিজ এলাকায় সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণ পাড়া থানার হাইস্কুল মাঠ থেকে শুরু করে সাইট শালা পর্যন্ত তিনি নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালান। প্রথমে ব্রাহ্মণপাড়া স্পটে গণসংযোগ করেন এবং শেষ করেন চান্দলা বাজারে অনুষ্ঠিত বৃহৎ গণজমায়েতের মাধ্যমে।

গণসংযোগ অনুষ্ঠানে মুফতি সাঈদুল আলম কাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী।

এছাড়া জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া, কুমিল্লা-৬ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোতাহের হুসাইন, যুব জমিয়ত কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আরমান, কুমিল্লা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, মাওলানা জাকির হোসাইন এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ ব্রাহ্মণপাড়া থানার সভাপতি মাওলানা নাজমুল হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল: মহিলা ফোরাম

আনসারুল হক

বগুড়ার গোকুলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ধর্ষণ মামলায় গ্রেফতার

আনসারুল হক

নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নি হ ত

নূর নিউজ