চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ChatGPT said:

তানযিল হাসান, চন্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

১৮ আগস্ট ২০২৫, সোমবার, চান্দিনা থানার গনিপুর দাওরায় হাদিস মাদরাসায় সকাল ৯ টা থেকে চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ছিল ‘তাদরীবুল মুয়াল্লিমীন’ বা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, যা সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের যৌথ পরিচালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সাংগঠনিক সম্পাদক ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস।

প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান, মুহতামিম, নাজিরপুর মাদরাসা, নোয়াখালী। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল হুফফাজ মাওলানা ক্বারী আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক–মাদরাসাতুল ইতকান লি-উলুমিল কোরআন, যাত্রাবাড়ী, ঢাকা।

এ কর্মশালায় চান্দিনা থানার অন্তর্গত বিভিন্ন কওমি মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। তারা শিক্ষকতার মূলনীতি, আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের উপায় এবং ছাত্রদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার কৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সহ-সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুস সুবহান পাহাড়পুরী, মুফতি ইয়াহ ইয়া রাশেদ কাসেমী, মুফতি এনামুল হক সাতবাড়িয়া, মুফতি উজায়ের আহমদ, মাওলানা ওমর ফারুক, মুফতি শোয়াইব বিন শফিক, কাজী হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, মাসউদুর রহমান, মাওলানা আবু ইউসুফ বসন্তপুরী, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ছুটে যাওয়া নামাজ যেভাবে আদায় করবেন

নূর নিউজ

মাত্র ১১ কোটি টাকা জাকাত কালেকশন করেছে ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

খতমে নবুওয়াত সম্মেলন সফল করার আহ্বান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর

নূর নিউজ