ভারতে আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের

ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে neighboring দেশে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতা এখনও ভারতে অবস্থান করছেন। এর মধ্যে কিছু নেতা গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে


এ জাতীয় আরো সংবাদ

‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না।’

নূর নিউজ

ভাষা আল্লাহর দেয়া এক অফুরন্ত নেয়ামত: মাওলানা রাব্বানী

নূর নিউজ

চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ মুসল্লির লাশ উদ্ধার

নূর নিউজ