কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৮ হাজার ৭৫১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, প্রথম বর্ষে মোট ২১ হাজার ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৭৮৬ জন। ফেল করেছেন ২ হাজার ২০২ জন, স্থগিত রাখা হয়েছে ৩৯২ জনের ফলাফল এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১০ জন। এ বর্ষে উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে দ্বিতীয় বর্ষে মোট ২০ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৯৬৫ জন। ফেল করেছেন ৪৬৩ জন এবং ২৫ জনের ফল স্থগিত রাখা হয়েছে। এছাড়া বহিষ্কার হয়েছেন ৬ জন শিক্ষার্থী। এ বর্ষের উত্তীর্ণের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ।

দুই বর্ষ মিলিয়ে মোট পাস করেছেন ৩৮ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।

এ জাতীয় আরো সংবাদ

হজ পালনরত অবস্থায় সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ

ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতার ইসলামী আন্দোলনে যোগদান

আনসারুল হক

আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: প্রধানমন্ত্রী

নূর নিউজ