পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: শায়খে চরমোনাই

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নগরের গির্জা মহল্লা (বিবির পুকুর উওর পাড়) প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

শায়খে চরমোনাই বলেন, “শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার করা অপরিহার্য, এবং আগামী নির্বাচন অবশ্যই সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে হতে হবে।”

তিনি আরও বলেন, ছাত্রসমাজকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করা জরুরি।

বিশেষ অতিথি বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম বলেন, “৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। বরিশাল মহানগরের শিক্ষার্থীরা এই ধারাবাহিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”

কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেত্রুটারী মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি, তাদেরকে সঠিক পথে গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের নৈতিক, আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা অপরিহার্য।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারি আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দীন, বি এম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম, বি বি আই সভাপতি হাসিবুল ইসলাম, চরমোনাই আলিয়া সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

সমাবেশটি নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্রসমাজের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে মিলতে পারে টানা ৬ দিন ছুটি

নূর নিউজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে সরকার

নূর নিউজ

পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা

আনসারুল হক