ড. সরোয়ার ও মাহতাব হত্যার উস্কানিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সর্বশেষ সভায় নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উস্কানি দেওয়া হয়েছে। বিষয়টি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, তবে প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

সভায় আরও বলা হয়, ওই শিক্ষক উস্কানিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক ব্যক্তিরাও সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের সমর্থক হিসেবে চিহ্নিত। খেলাফত মজলিস নেতারা স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশে ইসলাম ও সমাজ বিরোধী অপচেষ্টা বা পশ্চিমা বিকৃত চিন্তাচেতনার স্বাভাবিকীকরণ সহ্য করা হবে না।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভায় নেতৃবৃন্দ নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত, সুষ্ঠু ও জনআকাঙ্ক্ষা পূরণের উপযোগী করার জন্য জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এছাড়া বৈঠকে গণহত্যাকারী ও ফ্যাসিস্টদের বিচারে অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায়।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

জমিয়ত ও এবি পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আনসারুল হক

কুরআনে হাফেজদের ভাড়া নেয় না এই গাড়ি!

আলাউদ্দিন

পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ

আনসারুল হক