কওমি মাদরাসা সনদের স্বীকৃতি যথাযথ কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।
বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিলটি শুরু হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিএম আমির জিহাদী, সহসভাপতি তারেকুল ইসলাম ও সংগঠন সচিব অলি উল্লাহ আরজু। এছাড়াও বক্তব্য রাখেন প্রচার সচিব শহিদুল্লাহ শাহীন, সদস্য মুহিউদ্দীন খান, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বক্তারা বলেন,
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ হতে হবে স্বৈরাচার, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত। সরকার আসে যায়, কিন্তু নীতির পরিবর্তন হয় না—তাই ইনসাফপূর্ণ দেশ গড়তে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই।
তাঁরা জুলাই বিপ্লবে কওমি ছাত্রসমাজের ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া এবং কওমি মাদরাসা সনদের স্বীকৃতি যথাযথ কার্যকর করার জোর দাবি জানান। পাশাপাশি ঢাকায় জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ও ‘এলজিবিটি সন্ত্রাস’-এর তীব্র প্রতিবাদ জানান।
এসময় নেতৃবৃন্দ ড. মুহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভা শেষে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।