কাতারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন করেছে ইসলামী আন্দোলন

কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার এক রেস্টুরেন্টের অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দীন মাশরুফ। যৌথ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল এবং ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী ও কাতার শাখার সহসভাপতি ক্বারী নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান, কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার ও মাওলানা মতিউর রহমান ফেরদৌস।

সংবর্ধিতদের মধ্যে ছিলেন কাতার ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তরে সর্বোত্তম ফলাফলের জন্য কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির কাছ থেকে গোল্ড মেডেল অর্জনকারী মাওলানা আবু তালেব ও মাওলানা আব্দুল্লাহ্। এছাড়া বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গঠনের সুযোগ এসেছে। যদি এ সুযোগ কাজে না লাগানো হয়, তবে যেমনভাবে ১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন পূর্ণতা পায়নি, তেমনি ছাত্র-জনতার আত্মদানও বিফলে যাবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৩ দফা বাস্তবায়নের মাধ্যমে—রাষ্ট্র সংস্কার, খুনি হাসিনা ও সকল খুনিদের বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন—একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শায়খ আব্দুল বাতেন, সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

বাইডেন প্রশাসনের কৃষি বিভাগের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশী ফারাহ

আলাউদ্দিন

১২ দিনে প্রবাসী আয় ৮ হাজার ৩৫৯ কোটি টাকা

নূর নিউজ

কুয়েত থেকে ভ্রমণে সোনার বার আনতে লাগবে অনুমতি

নূর নিউজ