ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ: আরএসএস প্রধান

ভারতে ইসলাম আগমনের পর থেকেই এটি সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “যারা মনে করে ইসলাম একসময় বিলীন হয়ে যাবে, তারা হিন্দু দর্শনের অনুসারী নন। হিন্দু দর্শন এমন ধারণা দেয় না। পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমেই সব ধরনের সংঘাতের অবসান ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও ঐক্যের ভিত্তিতে একটি সম্মিলিত সমাজ গড়ে তোলা জরুরি। অনুপ্রবেশের প্রসঙ্গে ভাগবত বলেন, “অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে, এ নিয়ে সরকার কাজ করছে। তবে দেশের মুসলিম নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজনীয়। ভারতীয় নাগরিকরাই অগ্রাধিকার পাবেন, বাইরের কেউ নয়।”

ধর্মীয় উৎসব ও সংবেদনশীলতার বিষয়ে আরএসএস প্রধান বলেন, “উপবাসের সময় অনেকেই নিরামিষ খাবার পছন্দ করেন। এ সময়ে এমন কিছু না প্রদর্শন করাই ভালো, যা কারও অনুভূতিতে আঘাত করতে পারে। কয়েক দিনের সংযমই অনেক সমস্যা সমাধান করতে পারে, আলাদা আইন প্রয়োজন নেই।”

জনসংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “জনসংখ্যাকে অবশ্যই একটি নিয়ন্ত্রিত ও গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হবে। প্রতিটি ভারতীয় পরিবারের সর্বোচ্চ তিনটি সন্তান থাকা উচিত।” তাঁর এ মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সূচনা হয়েছে।

সূত্র: জি নিউজ

এ জাতীয় আরো সংবাদ

রুশ-মার্কিন আলোচনায় ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব

আনসারুল হক

আবারও ভাঙা হলো গান্ধীর মূর্তি

আলাউদ্দিন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী এমিনি এরদোগান

আনসারুল হক