বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাপার সংঘর্ষে আহত রাশেদ খান

রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।’

এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।’

তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরো সংবাদ

তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

নূর নিউজ

গৌরবময় ঐতিহ্যের অধিকারী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন

নূর নিউজ

সীতাকুণ্ডে আহতদের রক্ত দিতে ছাত্রদলের জরুরি নির্দেশনা

নূর নিউজ