ভিপি নুরের ওপর হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শনিবার সংবাদপত্রে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, শান্তিপূর্ণ সমাবেশে একটি দলের প্রধানের ওপর বর্বরোচিত এ হামলা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। এ ঘটনায় জাতি গভীরভাবে উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন।

তারা বলেন, “দেশকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক জনতার কণ্ঠরোধের এমন পৈশাচিক প্রয়াস উদ্বেগজনক।”

বিবৃতিতে অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একইসাথে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় গুরুতর আহত নুরুল হক নুরসহ সকল আহতের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত

আনসারুল হক

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোকবার্তা

আনসারুল হক

ওয়াজ মাহফিলে বাধার প্রতিবাদে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ সমাবেশ

আলাউদ্দিন