গাজায় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে: কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, গাজায় চলমান গণহত্যা ও মানবিক সংকটকে মেনে নেওয়া মানে মানবতার বিরুদ্ধে কাজ করা।

শনিবার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির সূত্রে জানা গেছে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিওর সঙ্গে পেট্রো লিখেছেন, ‘যে এই গণহত্যা মেনে নেবে, সে মানববিরোধী; এমন কাজ কোনো প্রাণীর পক্ষেও করা সম্ভব নয়।”’ ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনিরা মানবিক সহায়তা বহনকারী কনভয়ের দিকে দৌড়াচ্ছে।

পেট্রো আরও বলেন, এই ধরনের মানুষ শুধু গণহত্যার সহায়ক নয়, বরং তারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন।

উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে কলম্বিয়া ৩ মে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। এদিকে, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইল গাজায় ৬৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। সামরিক অভিযানে পুরো অঞ্চলটিকে বিধ্বস্ত করেছে এবং দুর্ভিক্ষের মুখে ফেলেছে।

গত নভেম্বর, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলা চলমান।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরো সংবাদ

কারাবন্দী নাজিবকে রাজকীয় ক্ষমার সিদ্ধান্ত নিচ্ছে মালয়েশিয়া

নূর নিউজ

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

নূর নিউজ

গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে একমত পোষণ করলো বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

নূর নিউজ