আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত প্রলয়ংকরী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, আহত ও অগণিত মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানোর এবং যথাসম্ভব ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় পৌঁছেছে মডার্নার ১২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন

আলাউদ্দিন

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে যুক্ত হচ্ছে ‘গণহত্যাকারী’

আনসারুল হক

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী ঐক্যজোটের

আনসারুল হক