প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে কী কথা হলো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি সুসংহত কমান্ড কাঠামো ও সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। ভোটার উপস্থিতি বাড়ানো, নারী ও নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা, সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিবেশ বজায় রাখতে তিনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। সরকারের সব কার্যক্রম ও উদ্যোগ সফল করতে সমগ্র সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি অবহিত করেন।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনে ঘরে থাকছে না মানুষ, সড়কে বাড়ছে গাড়ির জটলা

আনসারুল হক

ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগ করার ঘোষণা ডিএমপি কমিশনারের

নূর নিউজ

বিয়েবাড়িতে গান বাজাতে নিষেধ করায় ২ যুবককে পিটিয়ে হত্যা

আলাউদ্দিন