ঢাবি শিক্ষক হলেন কওমি অঙ্গনের মেধাবী মুখ মাওলানা শফিকুল হাসান শিহাব

নিজস্ব প্রতিবেদক >>

কওমি শিক্ষাঙ্গনের মেধাবী মুখ রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ফাযিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাওলানা শফিকুল হাসান শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শিক্ষক হিসাবে নিয়োগপত্র প্রদান করে। বিষয়টি নিশ্চিত করে মাওলানা শফিকুল হাসান শিহাব প্রতিবেদককে বলেন, ‘আলহামদুলিল্লাহ! রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে প্রিয় বিশ্ববিদ্যলায়ের জন্য কবুল করেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত উর্দু বিভাগে তাঁর যোগদান শিক্ষা অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

মাওলানা শফিকুল হাসান শিহাব জামিয়া মাদানিয়া বারিধারা থেকে দাওরায়ে হাদিস, তাফসীর ও ইসলামী আইন (ফিকহ) অধ্যয়ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন ডবল মাস্টার্স ডিগ্রি, ডবল ডিনস এওয়ার্ড ও প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল। তাঁর এসব অর্জন তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ইসলামিক স্কুলিং, স্কুল প্ল্যানিং, স্কুল এডমিনিস্ট্রেশন, টিচার্স ট্রেনিং, চাইল্ড এডুকেশন, কারিকুলাম ডেভেলপমেন্ট এবং মাকতাব সিস্টেম ডেভেলপমেন্ট বিষয়ে তিনি গবেষণা ও কার্যক্রম পরিচালনা করছেন।

বর্তমানে তিনি ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটির জেনারেল সেক্রেটারি, আল-ঈমান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর চীফ একাডেমিক অফিসার এবং তাহযীব: স্কুল শিক্ষার্থীদের মাকতাবের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষত ইংলিশ মিডিয়াম স্কুলের কারিকুলাম ডেভেলপমেন্ট ও ইসলামাইজেশনে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

চাঁদপুরে জন্মগ্রহণকারী এই শিক্ষাবিদের অসংখ্য বই, প্রবন্ধ ও গবেষণা নিবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

এদিকে শফিকুল হাসান শিহাবের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারার মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। জামিয়া মাদানিয়া বারিধারার ফাযিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাওলানা শফিকুল হাসান শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক নিযুক্ত হয়েছেন। এই সংবাদে জামিয়া পরিবার ভীষণ আনন্দিত হয়েছে। শফিকুল হাসান শিহাবের জন্য হৃদয়ের গভীর থেকে জামিয়া পরিবার তাঁর সফলতা কামনা করছে। আল্লাহ তাআলা তাকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশেষ সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করুন। দেশ, রাষ্ট্র এবং ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তাওফীক দান করুন।’

এ জাতীয় আরো সংবাদ

জিয়াফত: সামাজিক ভোজ থেকে রাজনীতির নতুন ভাষা

আনসারুল হক

হজযাত্রীদের জন‍্য হজ অ‍্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

আনসারুল হক

নুরকে হামলা করে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায় জাপা: হেফাজত

আনসারুল হক