ইসলামী ছাত্রসমাজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

আগামীকাল (৩ সেপ্টেম্বর) পালিত হবে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামের শাশ্বত আদর্শে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। উপমহাদেশের প্রখ্যাত আলিম ও রাজনীতিবিদ আল্লামা মুফতি মুহাম্মদ শফী রহ., আল্লামা যফর আহমদ ওসমানী রহ., আল্লামা আতহার আলী রহ., খতিবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ রহ., আল্লামা আব্দুল মতিন খতিব রহ. ও আল্লামা হাজী মুহাম্মদ ইউনুছ রহ.-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্রসমাজ। সেদিন ঢাকায় নেজামে ইসলাম পার্টির সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্টির সভাপতি আল্লামা যফর আহমদ ওসমানী সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্রসমাজ দেশের বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনটির অবদান রয়েছে কওমী মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি আদায়, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ইসলামী শিক্ষা চালু, স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায়। এছাড়া, সন্ত্রাস প্রতিরোধ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি বিএম আমির জিহাদী, মহাসচিব আম্মারুল হক ও সংগঠন সচিব মুহাম্মদ অলি উল্লাহ আরজু মরহুম প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা সংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও ছাত্রসমাজকে অভিনন্দন জানান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ আল্লাহর কাছে দোয়া করেন, ইসলামী ছাত্রসমাজ যেন ভবিষ্যতেও ঈমানদীপ্ত আদর্শে অগ্রসর হয়ে দেশের শিক্ষার্থী সমাজকে আলোর পথে নেতৃত্ব দিতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

সংসদ নির্বাচন ঘিরে হার্ডলাইনেই থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নূর নিউজ

ছাত্রদলের নেতৃত্বে ১৯ সংগঠনের বৈঠক

নূর নিউজ

‘খালেদা জিয়ার মেয়াদ স্থগিতের মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে’

নূর নিউজ