নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে না পারে: চরমোনাই পীর

রায়পুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেন, আগামীতে নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে পারবে না, এজন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবিই এটি। হাজারো প্রাণের বিনিময়ে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দেশের কিছু মানুষ মধ্যে এখনো ফ্যাসিস্ট চরিত্র লক্ষ করা যাচ্ছে। তবে দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয়কে জয় করতে শিখেছে, তাই তাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল হাট দখল ও চাঁদাবাজির জন্য সক্রিয় হয়েছে। এই দল অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ায়, আগামীতে জনগণ সংসদে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেবে না।

পীর সাহেবের বক্তব্যে উঠে আসে, রাষ্ট্র পরিচালনায় ইসলামকে গ্রহণ করা এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশের মানুষ আগামীতে ইসলামকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে।

রায়পুরা পৌরসভা মাঠে অনুষ্ঠিত এই জনসভা দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরুর মুহূর্তে মাঠ ভরে যায়, পরে জনতার সংখ্যা এত বৃদ্ধি পায় যে আশপাশের রাস্তাগুলোও জটলা হয়ে যায়।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব, সহ সভাপতি আশরাফ হোসেন ভুইয়া, মুফতি কাওসার ভুইয়া, সেক্রেটারি রাকিবুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও রায়পুরা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় আগামী নির্বাচনে রায়পুরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানকে পরিচয় করিয়ে দেয়া হয়। উপস্থিত জনতা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।

এ জাতীয় আরো সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন-ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো: দাবি হাসিনার আইনজীবীর

আনসারুল হক

একনজরে ঢাকার বিখ্যাত খাবারের নাম ও দোকানের তালিকা

নূর নিউজ