জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, গোলাম মোহাম্মদ কাদের ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগে বলা হয়, কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

গোপন সূত্রের তথ্য অনুযায়ী, তারা এসব সম্পদ হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করছেন। এতে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: বাসস

এ জাতীয় আরো সংবাদ

হিন্দু ছেলেকে বিয়েতে রাজি না হওয়ায় ভারতে মুসলিম কিশোরীকে পুড়িয়ে হত্যা

আনসারুল হক

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

আনসারুল হক

‘বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের’

নূর নিউজ