আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না: কাদের সিদ্দিকী

আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার খান মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি।

এ জাতীয় আরো সংবাদ

নভেম্বরের শেষে আংশিক খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল

নূর নিউজ

বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব

আনসারুল হক

কনকনে শীতে চার বিভাগে বৃষ্টি, জনজীবনে চরম দুর্ভোগ

নূর নিউজ