নেপালের মতো পরিস্থিতি ভারতেরও হতে পারে: শিবসেনা নেতা

বিগত কয়েক দশকের মধ্যে ভয়াবহ অস্থিরতার মুখে পড়েছে নেপাল। পদত্যাগের পর হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পি. কে. শর্মা ওলি। গণপিটুনির শিকার হয়েছেন দেশটির অর্থমন্ত্রী। আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন অন্যান্য মন্ত্রী-এমপিরা।

এই প্রেক্ষাপটে ভারতের জন্যও একই ধরনের আশঙ্কার কথা তুলে ধরেছেন শিবসেনার এমপি সঞ্জয় রউত। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে উঠেছে। এখনই রাজনীতিবিদদের সতর্ক না হলে ভারতের অবস্থাও নেপালের মতো হতে পারে বলে মন্তব্য করেন তিনি। খবর ইকোনমিক টাইমস।

সঞ্জয় রউতের ভাষায়, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নেপালে যে ‘আগুন জ্বলে উঠেছে’, তা ভারতে ছড়িয়ে পড়তে পারে। তবে এখন পর্যন্ত ভারত এ পরিস্থিতি থেকে রক্ষা পাচ্ছে কেবল মহাত্মা গান্ধীর অহিংস মতাদর্শের কারণে। “মোদিজি, আপনি গান্ধীকে যতই সমালোচনা করুন না কেন, আপনার সরকারও তাঁর আদর্শের কারণেই টিকে আছে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন। এর মানে হলো দেশে এখনও দারিদ্র্য প্রকট। নেপালের অবস্থাও ছিল প্রায় একই রকম। ভারতের বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে—কারও পরিবার দুবাই বা সিঙ্গাপুরে বসবাস করছে, কেউ আবার ক্রিকেট বোর্ডের পদ দখল করছে।

মোদি সরকারের পররাষ্ট্রনীতিকেও ব্যর্থ আখ্যা দেন সঞ্জয় রউত। তিনি বলেন, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং দেশটিকে ‘বড় ভাই’ মনে করত। কিন্তু সংকটের সময়ে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। এটিই পররাষ্ট্রনীতির বড় ব্যর্থতা।

এ জাতীয় আরো সংবাদ

বিজয় অর্জন করায় আজারবাইজানের প্রেসিডেন্টকে পুরস্কৃত করবে তুরস্ক

আলাউদ্দিন

গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না: পুতিন

নূর নিউজ

বিজয়ী অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান

আলাউদ্দিন