ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয়: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ড. আসিফ নজরুল লিখেছেন, “শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তবে আমি শুধু এটুকুই বলব—এই নির্বাচনের মাধ্যমে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভয়াবহ পরাজয় ঘটেছে। হাসিনার আমলে শিবির ট্যাগ দিয়ে অসংখ্য শিবির কর্মী ও সাধারণ ছাত্রকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দ করা হতো নিয়মিত। আমি এর বিরুদ্ধে অবিরামভাবে প্রতিবাদ করেছি, নানা হুমকি ও আক্রমণ সত্ত্বেও কখনো থামিনি।”

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ বিষয়কে কেন্দ্র করে তিনি ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাস লিখেছিলেন, যা এক মেলায় ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। “তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি,” যোগ করেন তিনি। শিবির নেতাদের উদ্দেশে তিনি বলেন, “গণঅভ্যুত্থানকারী সবাইকে সঙ্গে নিয়ে কাজ করুন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি বলেন, “সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে গেলে বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা আসবাব দেখে বস্তির মতো লাগত। ক্যান্টিন মনে হতো লঙ্গরখানা। রুমগুলোর অবস্থা তো আরও করুণ। আশা করি, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করবেন।”

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন এস এম ফরহাদ।

এ জাতীয় আরো সংবাদ

২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আনসারুল হক

আসছে কটন কাগজের ১০ টাকার নতুন নোট

আনসারুল হক

আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন

আনসারুল হক