আবদুল্লাহ ফিরোজী
সাভার প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি উপেক্ষা করে নাচ-গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার নেতৃবৃন্দ। গতকাল ১০ সেপ্টেম্বর বুধবার সাভারের জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসা মিলনায়তনে ইত্তিহাদুল উলামার নির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। ইত্তিহাদের মজলিসে শুরার সভাপতি ও জামিয়া খাতামুন্নাবিয়্যীনের মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইত্তিহাদের নির্বাহী কমিটির সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
তারা বলেন, প্রাথমিকে নাচ-গানের শিক্ষক নিয়োগ দেওয়া জুলাই শহীদদের সঙ্গে স্পষ্টতই গাদ্দারি। ইন্টেরিম গভর্নমেন্টের এই নিয়োগ কোমলমতি বাচ্চাদের মধ্যে ধর্মহীনতা তৈরি করবে এবং তারা ইসলামী তাহযীব-তমুদ্দুন এবং ধর্মীয় ইতিহাস-ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৎ নাগরিক ও সৎ নেতৃত্ব তৈরির বদলে নৈতিক অবক্ষয় ও চরিত্রহীন নেতৃত্ব তৈরি করবে।
তারা আরও বলেন, যে মুহূর্তে জাতির নতুন প্রজন্মের মধ্যে নানাবিধ চরিত্রহীনতা দেখা দিয়েছে ঠিক সেই মুহূর্তে সরকার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নাচ-গান শিখানোর সিদ্ধান্ত নিয়েছে যা জাতির জন্য আত্মঘাতী। এই মুহূর্তে প্রয়োজন হলো শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে আদর্শ ও আলোকিত মানুষরূপে গড়ে তোলা। অথচ তা না করে ভবিষ্যত প্রজন্মকে সংগীত ও নৃত্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সরকার মূলত শিক্ষার্থীদেরকে নৈতিকভাবে অবক্ষয় ও অনৈতিক সমাজ গঠনে উৎসাহিত করছে। জুলাই শহীদরা এজন্য জীবন দেয়নি। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
ইত্তিহাদুল উলামার মহাসচিব মাওলানা শাহেদ জহিরী ও মিডিয়া সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজীর সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, সহসভাপতি ও জামিয়া মদীনাতুল উলূম আমীনবাজারের মুহতামিম মাওলানা সালীমুল্লাহ, সহসভাপতি ও জামিয়াতুস সুফফাহ আমীনবাজারের মুহতামিম মুফতি আব্দুল বারী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাভার দারুল উলূমের মুহতামিম মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, কোষাধ্যক্ষ ও জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, তাযকিয়া সম্পাদক ও বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম মুফতি নুরুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বলিয়ারপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রশিদ।
আরও বক্তব্য রাখেন চারাবাগ মাদরাসা আশুলিয়ার নায়েবে মুহতামিম মুফতি মুহিউদ্দিন, জামিয়া মদীনাতুল উলূম আমীনবাজারের শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহীম কাসেমী, মারকাযু শাইখিল হিন্দ বিরুলিয়ার মুহতামিম মুফতি আব্দুল বারী, ইত্তিহাদ তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস ও সহসভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, সাভার দারুল উলূমের উস্তাদ মুফতি ফেরদাউস মাহমুদ, নেকীবাড়ী মাদরাসা কাউন্দিয়ার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূমের মুঈনে মুহতামিম মাওলানা আহমাদ আল হাবীব, জামিয়া আবু সুফিয়ানের মুহতামিম মুফতি তাজুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান আশুলিয়া, আহসানুল উলূম মাদরাসা আমীনবাজারের মুহতামিম মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল হামিদ বনগাঁও, মুফতি শরীফুল ইসলাম দেওগাঁও, জামিয়া খাতামুন্নাবিয়্যীনের শিক্ষা সচিব মুফতি মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের মুহতামিম মুফতি আনিসুর রহমান সাঈদ, আমীনবাজার কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতি যাকারিয়া কাসেমী, আবুল হাসান আবদুল্লাহ জামে মসজিদ আলমনগরের খতীব মুফতি শফিকুল ইসলাম কাসেমী, হযরত ফাতেমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা ভাকুর্তার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, মাওলানা ফারুক আহমাদ আড়াপাড়া, মাওলানা রফিকুল ইসলাম সাভার সদর, মাওলানা শোয়াইব সাভার পৌরসভা, দারুল জান্নাত মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী মামুনুল হাসান গনিপুরী, তারবিয়াতুল উম্মাহ মাদরাসার মুহতামিম মুফতি এহসান বিন মুহসিন, মাওলানা ওমর ফারুক কাকাবো, মুফতি আবু হোরায়রা প্রমুখ।
উল্লেখ্য, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী ও মাওলানা শাহেদ জহিরীর নেতৃত্বাধীন ইত্তিহাদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির সর্বোচ্চ পরিষদ মজলিসে শুরা গত ২৫ আগস্ট ২৫ইং তারিখে জরুরি বৈঠক করে সংবিধানের ‘ঙ’ ধারার ‘ঙ’ উপধারা মোতাবেক বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করেন। এক বছরের মধ্যে বর্তমান কমিটি মজলিসে শুরার সাথে পরামর্শ করে কাউন্সিল আয়োজন এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে কার্যকর কর্মসূচি গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী বলেন, দলীয় মতপার্থক্যের উর্ধ্বে উঠে ইত্তিহাদের যাবতীয় কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। দলীয় অনুসরণের নামে সোশ্যাল মিডিয়াতে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এটা চরম নিন্দনীয় বিষয় যে, আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে নগ্ন সমালোচনা করি। পারলে কাফেরও ফতোয়া দিয়ে বসি। এগুলো ছাড়তে হবে। সীরাত, সাহাবা চরিত ও আকাবির আসলাফের জীবনী খুব বেশি অধ্যয়ন করতে হবে। দোয়ার মাধ্যমে বর্ণাঢ্য এই প্রোগ্রাম শেষ হয়।