৭২ ঘন্টায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ৬ দেশে ইসরাইলি হামলা

টানা তিন দিনে (৭২ ঘন্টায়) আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরাইল। কাতার, ইয়েমেন, তিউনিসিয়া, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনে এ হামলা হয়। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে হামাস নেতা খলিল আল–হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবারের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন, আহত হয়েছেন আরও ৫৪০ জনের বেশি। এর আগে বেলা ১টার দিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করে, যেখানে কমপক্ষে ৫ জন নিহত হন।

একই রাতে সিরিয়ার হোমস বিমানঘাঁটি ও লাতাকিয়ার নিকটবর্তী একটি সেনাশিবিরে হামলা চালায় ইসরাইল। প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো তথ্য তখন পাওয়া যায়নি।

তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে একটি জাহাজ লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়, এতে আগুন ধরে যায় জাহাজে।

বুধবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলার ঘটনা ঘটে। ইসরাইল দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হুতি বিদ্রোহীরা।

এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনায়, প্রথমবারের মতো কাতারেও হামলা চালিয়েছে ইসরাইল। প্রায় দুই হাজার কিলোমিটার দূরের এ অভিযানে দোহায় প্রবল বিস্ফোরণ হয় এবং আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এ জাতীয় আরো সংবাদ

ভারতের বিএসএফ জওয়ানকে আটক পাকিস্তানের

আনসারুল হক

সমকামীদের মিছিল ভেস্তে দিল তুরস্ক

নূর নিউজ

মস্কোর কনসার্টে হামলায় নিহত ৯৩; জাতিসংঘ প্রধানের নিন্দা

নূর নিউজ