ফলাফল ঘোষণা না করেই পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচনে অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় মতামত দিয়েও সমাধান হয়নি। বরং আমার প্রস্তাব পাশ কাটিয়ে ভোট গণনা শুরু করা হয়েছে।”

তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

জননীর জন্য পদযাত্রার স্তন ক্যান্সার সচেতনতায় দেড়শ’ দিনের কর্মসূচী

নূর নিউজ

ওআইসির জরুরি সভায় যোগ দিতে দোহা যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

আনসারুল হক

সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে:পীর সাহেব চরমোনাই

নূর নিউজ