ফলাফল ঘোষণা না করেই পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচনে অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় মতামত দিয়েও সমাধান হয়নি। বরং আমার প্রস্তাব পাশ কাটিয়ে ভোট গণনা শুরু করা হয়েছে।”

তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসীদের টিকাদান কার্যক্রম উদ্বোধনীতে তোপের মুখে প্রবাসী কল্যাণমন্ত্রী

আলাউদ্দিন

রমজানে ব্যবসায়ীদের সং‌যমী হওয়ার আহ্বান বা‌ণিজ্যমন্ত্রীর

নূর নিউজ

পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে: চরমোনাই পীর

আনসারুল হক