হেফাজত আমীরের মত বরেণ্য আলেমের মুখে ভিত্তিহীন বক্তব্য শোভন নয়: জামায়াত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব বলেন, ‘তার মতো বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না।’

তিনি জানান, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমী, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না’ শিরোনামের বক্তব্য সম্পূর্ণ অসত্য ও মনগড়া। জামায়াতে ইসলামি বরাবরই ইসলামের খেদমতে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছে। নেতাকর্মীরাও কওমী মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে দীনী খেদমতে যুক্ত রয়েছেন।

বিবৃতিতে এও বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেন। তারা কওমী বা সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেছেন—এমন প্রমাণ কেউ দিতে পারবে না। বরং তারা এসব মাদরাসাকে সহায়তা করেছেন। তাই মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মন্তব্য অসত্য ও অমূলক। এ ধরনের প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

এ জাতীয় আরো সংবাদ

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ দলের হামলা, ১৪৪ ধারা জারি

আনসারুল হক

জ্বালানি তেলে লিটার প্রতি ৫ টাকা কমানো জনগণের সাথে তামাশা

নূর নিউজ

তজুমদ্দিনে মায়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু, মৃত অবস্থায় উদ্ধার

আনসারুল হক