ঢাকায় ১৮ ও ১৯ তারিখের বিক্ষোভে নেতৃত্বে দেবেন পীর সাহেব চরমোনাই ও শায়েখে চরমোনাই

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ঘোষিত আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির নেতৃত্ব দেবেন দলের আমীর পীর সাহেব চরমোনাই ও সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই।

আগামী ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাইতুল মোকাররম মসজিদের উত্তরে গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে গণসমাবেশে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা-১১ এর অধিন বাড্ডা ইউলুপ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে বাদ জুমা প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। একই দিন ঢাকা দক্ষিণের ধোলাইখাল ট্রাকস্টান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমীর, পীর সাহেব চরমোনাই।

এ জাতীয় আরো সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় গরু আনতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল দুই বোনের

আনসারুল হক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ‘নীতিগত সহায়তা’ চাইলেন প্রধানমন্ত্রী

আনসারুল হক

প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধা দেয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

নূর নিউজ