জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ স্কুল পর্যায়ে নাচ-গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন ও পাঠাগারভিত্তিক নিয়মিত ক্লাসেরও পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘স্কুল পর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি পাঠাগার রাখতে হবে এবং পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সব ধর্মের জন্য আলাদা শিক্ষক নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিক্ষার্থীকে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় ক্লাসে জোরপূর্বক অংশ নিতে বাধ্য না করা হয়।’