স্কুলে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলকসহ ১৫ দফা দাবি জাতীয় উলামা মাশায়েখের

বর্তমান সংকটময় সময়ে জাতি বিভ্রান্তি, অন্যায় ও অস্থিরতার মধ্যে রয়েছে উল্লেখ করে ইসলামি দলগুলোর নীতি ও কর্মপন্থা নির্ধারণে হক্কানী আলেমদের পরামর্শকে অপরিহার্য বলে অভিহিত করেছেন নেতৃবৃন্দ। তাদের মতে, আলেমদের দিকনির্দেশনা মেনে সিদ্ধান্ত নিলে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তুল মোদারর্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদবী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, চট্টগ্রাম দারুল মারিফের মহাপরিচালক মাওলানা ফুরকানুল্লাহ নদবী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী,মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী,মুফতি কেফায়েতুল্লাহ হাটহাজারী, মাওলানা খুবাইব জিরি, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী,মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাটহাজারী, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগর,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মুফতি সালাউদ্দিন দিলু রোড।

দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান,মুফতি মুজিবুর রহমান, মাওলানা মাস‌উদুল করিম,মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী,মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল হক কাওসারী,মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নুর মুহাম্মদ কাসেমী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, এডভোকেট মোহাম্মদ আলী, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি জাবের কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি হাসান আহমদ কাসেমী, মাওলানা হাম্মাদ গাজীনগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাকিম নুরুজ্জামান আসাদী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি ইবাদুর রহমান, হাফিজ মাওলানা মুখলেসুর রহমান চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা ইসহাক কামাল, রিদওয়ান মাযহারী।

সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে নিম্নোক্ত ১৫ দফা প্রস্তাব গৃহীত হয় :

১. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাতিল।
২. জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন।
৩. জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন।
৪. প্রাথমিক শিক্ষায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা এবং গানের শিক্ষক নিয়োগ বাতিল।
৫. নির্ধারিত সময়ে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণ।
৬. শরিয়াভিত্তিক নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল।
৭. সমকামিতা, ট্রান্সজেন্ডার সংস্কৃতি ও ইসলামবিরোধী পরিকল্পনা বন্ধ।
৮. পিলখানা, শাপলা, মোদীবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণহত্যার বিচার।
৯. ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন।
১০. অন্তর্বর্তী সরকারের কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা।
১১. গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ভূমিকা।
১২. পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ দমন।
১৩. কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং মসজিদ-মাদ্রাসা দখল বন্ধে পদক্ষেপ।
১৪. মসজিদ দখল, চাঁদাবাজি ও অনিয়ম রোধে সরকারের কঠোর ভূমিকা।
১৫. জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতকরণ।

নেতৃবৃন্দ জানান, ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এসব প্রস্তাব বাস্তবায়ন জরুরি। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ জাতীয় আরো সংবাদ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

Sufian Farabee

শারজায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

নূর নিউজ

নামাজের নিষিদ্ধ সময়ে অন্য আমল করা যাবে?

নূর নিউজ