আমিনুল হক কাজল
কাতার প্রতিনিধি
বাংলাদেশ মাশহুর-উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়-এ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বার্ষিক চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হযরত আলী খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক লে. কমান্ডার (অব.) জনাব আনোয়ার খুরশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এটিএম আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মোঃ রাশেদ চৌধুরী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবক সংগঠন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শনার্থী।
মেলায় গ্রেড কেজি ওয়ান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চারু ও কারুকলা প্রদর্শনী এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী প্রতিভাকে বাস্তবে রূপ দেওয়া এবং সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা। এ বছর প্রায় ৪৯০টি প্রজেক্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

মেলার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরিবেশ ছিল উৎসবমুখর। রাষ্ট্রদূত মেলার প্রদর্শনী পরিদর্শন করেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন। তিনি বলেন, “প্রায় এক কোটি বাংলাদেশী প্রবাসে থাকে এবং তাদের মনে একটি স্বপ্ন কাজ করে। সেই স্বপ্নের বাস্তব রূপ আজকের এই বিজ্ঞান মেলা। শিক্ষার্থীরা অসাধারণভাবে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরেছে এবং দেশের নারীদের অধিকার নিয়ে সৃজনশীল প্রকল্প উপস্থাপন করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মেলার পরিবেশ সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর ছিল। শিশুদের নতুন উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রদর্শনী দর্শক ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে।