আফগানিস্তানে মওদুদীর গ্রন্থ পড়া নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সব বিশ্ববিদ্যালয়ে বিতরণের জন্য ৫০ পৃষ্ঠার একটি নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করেছে। ‘শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী’ বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এতে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বইও অন্তর্ভুক্ত রয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, বইগুলো  ‘শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক’।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকায় মওদুদীর কুরআন কি চার বুনিয়াদী ইস্তেলাহে  (Four Reforms in the Qur’an) এবং কুতুবের ‘সামাজিক ন্যায়বিচার ইসলামি দৃষ্টিতে’ (Social Justice in Islam) সহ জামায়াতে ইসলামীর  রাজনৈতিক দর্শনের বই নিষিদ্ধ করা হয়েছে। সরকার দাবি করছে, এসব গ্রন্থ তরুণদের মাঝে বিভ্রান্তিমূলক চেতনা উসকে দিতে পারে এবং  মতাদর্শিক চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, নিষিদ্ধ বইগুলো পাঠাগার থেকে সরিয়ে ফেলতে এবং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না করতে। তালেবান প্রশাসন বলছে, এই সিদ্ধান্ত “অবৈধ মতাদর্শ ও বিভ্রান্তিকর ইসলামি ব্যাখ্যা” প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বই-পত্র ও চিন্তাধারা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক উপাদানের কারণে উলামায়ে হক্কানীর কাছে আবুল আলা মওদুদীর বইপত্র ও চিন্তাধারা ব্যাপকভাবে সমালোচিত।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশের বড় শ্রমবাজার রোমানিয়া

নূর নিউজ

গুরুতর অসুস্থ দিল্লির শাহী জামে মসজিদের ইমাম

আনসারুল হক

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাইসি

আনসারুল হক