বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জামায়াতি বক্তা আমির হামজা

একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ায় আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিষয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুফতি আমির হামজা।

তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল থাকা, ভারতীয় নায়িকা রাশমিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনাসহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে তিনি ইতোমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজ। কিন্তু সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। এসবের প্রেক্ষিতে তিনি ক্ষমা চেয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

হিরো আলমকে নিয়ে বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হয়নি: মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

নূর নিউজ