চাঁদাবাজ এ্যানীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

নেতৃদ্বয় অভিযোগ করেন, এ্যানী এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে নিয়ে “অশ্লীল ও মিথ্যা-বানোয়াট” বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী এবং দায়িত্বজ্ঞানহীন। এতে রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহল ব্যথিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সরাসরি স্বৈরাচারের সহযোগী। কারণ তারা ২০১৮ সালের “অবৈধ” নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে এমপি পাঠিয়েছে। এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে ও জনমত ভিন্নদিকে প্রবাহিত করতে ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে।

নেতারা বলেন, ৫ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য ও একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফলে তারা ইসলামপন্থী রাজনৈতিক দল ও জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে।

তারা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ফোন বন্ধ, মুরাদ হাসানের খবর জানে না কেউ

নূর নিউজ

তজুমদ্দিনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আনসারুল হক

আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই

নূর নিউজ