নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলায় ইসলামী ঐক্যজোটের গভীর উদ্বেগ ও নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোট (আইওজে)-এর চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের এবং মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, গত ১৬ বছর ধরে বাকশালী শাসন কায়েমকারী আওয়ামী লীগের নিপীড়ক ও স্বৈরাচারী চরিত্র যে একটুও বদলায় নি, নিউইয়র্কে ফ্যাসিবাদবিরোধী নেতৃবৃন্দের উপর হামলা তারই বহিঃপ্রকাশ। এই হামলা শুধু মানবাধিকার ও গণতন্ত্রের ওপর নগ্ন আঘাতই নয়, বরং দেশে ও প্রবাসে ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে।”

বিবৃতিতে আইওজে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিকভাবে পর্যাপ্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারার ফলেই এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং তেমনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।”

তারা আরও বলেন, “ আমরা মনে করি, বিদেশে ফ্যাসিবাদবিরোধী নেতৃবৃন্দের ওপর হামলা দেশে থাকা ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের উৎসাহিত করবে। তাই এখনই সময় ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার। অন্যথায় ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা আরো তীব্র করতে পারে ।”

বিবৃতিতে বলা হয়, “ইসলামী ঐক্যজোট এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তলক শাস্তির দাবি জানাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।”

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়রের পথে জোহরান মামদানি?

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

আনসারুল হক

দারুল উলুম নিউ ইয়র্কের ফারেগীনের মাথায় পাগড়ি

নূর নিউজ