ইসরায়েল ফ্রান্সের দূতাবাস বন্ধ করলে পরিণতি খারাপ হবে: ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্স সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা গত জুলাই মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন। ফরাসি সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এবং প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে জেরুজালেমে ফ্রান্সের কনস্যুলেট বন্ধ করার ইঙ্গিত দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসরায়েলের এই সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘প্রথমত, আমি মনে করি না ইসরায়েল এতদূর যাবে। আর যদি সত্যিই এমনটা করে, তবে সেটা হবে তাদের বড় ধরনের ভুল, পরিণতিও হবে খারাপ।’

রেডিও ফ্রান্স জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ম্যাক্রোঁর এই সাক্ষাৎকারটি নিয়েছে।

উল্লেখ্য, ফ্রান্স ছাড়াও সাধারণ পরিষদের অধিবেশন শুরুর পরপরই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: আল আরবিয়া।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনকে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিলেন বাইডেন

নূর নিউজ

শেখ হাসিনাকে ফেরত দিতে কী বাধ্য ভারত?

নূর নিউজ

তালেবান হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হলো সেনাপ্রধান

নূর নিউজ