এনসিপির প্রতীক ও জামায়াতের পিআর দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি

জামায়াতের সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) পদ্ধতির দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।

আনোয়ার ইসলাম সরকার বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখবো।

‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ

মাদরাসাশিক্ষার্থী শিশু জিসানকে হত্যা করে সোহেল

আনসারুল হক

ফেনী জেলা হেফাজত সভাপতি মাও. আবুল কাশেমের ইন্তেকালে শোক

আনসারুল হক