ইমারাতে ইসলামিয়ার সমর্থনে চীন-রাশিয়া ও পাকিস্তান-ইরানের বৈঠক

পাকিস্তান, চীন, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ চারদেশীয় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আফগানিস্তানকে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পক্ষে পুনরায় সমর্থন জানিয়েছে।

বৈঠকটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়, আফগানিস্তানকে সন্ত্রাসবাদ, যুদ্ধ ও মাদকমুক্ত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে কার্যকর আঞ্চলিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এজন্য আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের বিষয়ে সম্মতি জানানো হয়।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আফগানিস্তানের জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেছে।

এছাড়া, আফগান শরণার্থীদের স্বদেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি আফগান মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ পাওয়ার অধিকারের ওপরও জোর দেওয়া হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আফগানিস্তানের স্থিতিশীলতা, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪ দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা গ্রহণ করা হয়েছে।

সূত্র: ডেইলি জং।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে জুমার নামাজ পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পেলেন আইটিভি ইউএসএ সম্মাননা

নূর নিউজ

মিশরে একদিনে ৯ জনের ফাঁসি

আনসারুল হক

পবিত্র মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিলো ডব্লিউএইচও

আলাউদ্দিন